Small Animal Care Tips

বাজরিগার পাখি পালন পদ্ধতি | ডিম পাড়ার লক্ষন Pakhi Palon| Budgerigar Bird Rearing Breeding|Grow Life



বাজরিগার পাখি পালন পদ্ধতি | খাঁচা সেটাপ ডিম পাড়ার লক্ষন থেকে বাচ্চা ফোটা Grow Life | Pakhi Palon
এক জোড়া বাজারিগার পাখির খাচা সেটআপ থেকে পাখিকে ডিম পাড়ানো এবং সেই ডিম ফুটে বাচ্চা হওয়া পর্যন্ত পুরো ছয় মাসের একটা প্রসেস দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। এই ছয় মাসে আমি কিভাবে পাখির যত্ন নিয়েছি। কি কি খাবার দাবার খাইয়েছি। পাখির খাচার সেটআপ কিভাবে করেছি। এবং কি কি খাওয়ানোর পর পাখিগুলো ডিম ও বাচ্চা দিল তার সবকিছু এখানে প্র্যাকটিক্যালি দেখাবেন।
এ পাখিগুলো আজকে সবেমাত্র তার প্রথম বাচ্চাটা ফুটিয়েছে। আমি আপনাদের ওদের খাঁচার সেটআপ করার সময় থেকে শুরু করে এই ডিম ফুটে বাচ্চা হওয়া পর্যন্ত সবকিছু এখান এক এক করে দেখাবো। তাই আশা করব পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন কারণ এই কয়েক মিনিটে আপনি বাজিগার পাখি পালন বিষয়ক সমস্ত তথ্য একবারে পেয়ে যাবেন। এবার আমি নিয়ে যাচ্ছি আজ থেকে পুরো ছয় মাস মানে ১৮০ দিন পেছনে যেখানে আমি ওদের খাঁচা প্রস্তুত করে ছিলাম।

Original Source Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button