Small Animal Care Tips

ঘুঘু পাখি পালন পদ্ধতি | Dove Bird Rearing And Dove Bird Care In Bangla | Gugu Pakhi Palon Poddoti



ঘুঘু পাখি পালন পদ্ধতি
এবারের এপিসোডে আপনি জানবেন কিভাবে ঘুঘু পাখি পালন করতে হয় কিভাবে ঘুঘু পাখির ব্রিডিং করাতে হয় এরা কত দিন বয়সে ডিম বাচ্চা করে এবং কিভাবে ঘুঘু পাখির জন্য খাদ্য তৈরি করতে হয় তাছাড়া আপনি যদি এক জোড়া ঘুঘু পাখি কিনতে চান এবং নতুন সেটাপ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হতে পারে সেটাও ভিডিওতে বলে দেব। আপনি যদি ঘুঘু পাখি পালন পদ্ধতি শিখতে চান তবে এই ভাইরাল কন্টেন্ট টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
সাধারণত ঘুঘু খুবই শান্ত প্রজাতির একটা পাখি এরা খুব সহজে পোষ মানে। ঘুঘু পাখি পালনের সবচাইতে বড় মজা হচ্ছে এই পাখিগুলোর ডাক। ঘুঘু পাখির অসাধারণ ডাক আপনার মনকে সত্যি প্রশান্ত করবে।

প্রথমেই আপনি দেখবেন ঘুঘু পাখির ছেলে মেয়ে চেনার উপায়
আমরা ঘুঘু পাখি কিনতে গেলে অনেকেই নর আর মাদি চিনতে পারি না অনেকেই এই ভুলের কারনে ২ টা মাদি অথবা ২ টাই নর কিনে ফেলি।
ঘুঘু পাখির নর আর মাদি চিনতে হলে ঘুঘু পাখির বয়স ৩ মাস থেকে ৪ মাস হতে হবে। আর আপনার যদি ভালো অবিজ্ঞতা থাকে ঘুঘু পাখি সম্পর্কে তাহলে আপনি নর মাদি ৩ থেকে ৪ মাসের আগেই চিনতে পারবেন।

এই কন্টেন্ট টি মানুষ বিভিন্ন ভাবে সার্চ করে থাকে
যেমন
ঘুঘু পাখি পালন পদ্ধতি, ঘুঘু পাখির ছেলে মেয়ে চেনার উপায়, ঘুঘু পাখির বয়স বোঝার উপায়, ঘুঘু পাখির ব্রিডিং, ঘুঘু পাখির যত্ন ও পরিচর্যা, ঘুঘু পাখির খাদ্য তালিকা, ঘুঘু পাখি কি খায়, অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি পালন পদ্ধতি, দেশি ঘুঘু পাখি পালন পদ্ধতি, Dove Bird Rearing in bangla, dove bird care, What to feed dove,

Original Source Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button