খরগোশের বাচ্চা পালন পদ্ধতি | Khorgos Palon Grow Life| Rabbit rearing and baby rabbit care
খরগোশের বাচ্চা পালন পদ্ধতি | Khorgos Palon Grow Life| Rabbit rearing and baby rabbit care
খরগোশের এই বাচ্চা দুইটা অসম্ভব রকমের কিউট হয়েছে। ওরা অনেক মজা করে কলমি শাক খাচ্ছে। আজকের ভিডিওতে কথা বলব খরগোশের বাচ্চার খাবার নিয়ে আর সাথে দেখবেন এই বাচ্চা গুলোর দুষ্টু মিষ্টি কিউট সব আচরণ। ওদের এমন কিছু ফানি ও মজার কার্যকলাপ এই ভিডিওতে আপনি দেখবেন যা দেখার পর আপনার শুধু বাচ্চাগুলোকে আদর করার মন চাইবে। আসলে খরগোশের বাচ্চা কিনা আনার পর আমরা বুঝতে পারিনা ওদের কি খাওয়াতে হয়। কিভাবে পালতে হয়। আর সাথেই কিভাবে যত্ন নিলে বাচ্চাগুলো সব সময় সুস্থ সবল ও এরকম প্রাণবন্ত থাকে।
খাবার হিসেবে খরগোশের মূল খাদ্য হলো ঘাস। সঠিক মেনু হচ্ছে আপনার খরগোশের বাচ্চার খাবার হিসেবে সত্তর পার্সেন্ট ঘাস ব্যবহার করবেন সাথে ২০ থেকে ৩০% বিভিন্ন শাকসবজি খাওয়াবেন। এবং বাকি ১০% খাওয়াবেন গমের ভুসি অথবা পিলেট। এই খাবারগুলো কন্টিনিউ করলে আপনার খরগোশের বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর আমার এই বাচ্চা খরচ গুলোর মত দুষ্টুমিতে মেতে থাকবে।
ওরা যে নীতিতে খেলছে এটা হল ধরা পড়া নিষেধ ধরতে গেলেই একটা ছেড়ে দৌড় দেয় খুব সতর্ক। দেখুন আমার হাতে ধরা খাওয়ার পরও কেমন ছোটাছুটি করছে পালানোর জন্য। এটা কিন্তু ওদেনঞর সুস্থতার লক্ষণ।
তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন খরগোশগুলো কিন্তু সাদা ধবধবে কিভাবে ওদের আমি পরিষ্কার রেখেছি। এর উত্তর খুব সহজ বাচ্চাগুলোকে যে খাঁচায় রাখি তার নিচের পাটের ছালা ব্যবহার করি।
আপনি খাঁচার নিচে ছালা ব্যবহার করলে আপনার খরগোশগুলো এরকম ফক ফকে ফর্সা থাকবে।
related topics
খরগোশ পালন, খরগোশ পালন পদ্ধতি, গরমে খরগোশ পালন পদ্ধতি, গরমে খরগোশের যত্ন ও পরিচর্যা,
শীতে খরগোশের গোসল,
শীতে খরগোশের খাবার, শীতে খরগোশের পাখির ব্রিডিং, শীতে খরগোশের যত্ন ও পরিচর্যা, খরগোশ পালন, শীতে খরগোশের খাঁচা কোথায় রাখবেন, খরগোশ, খরগোশ পালন পদ্ধতি,
শীতকালে খরগোশের যত্ন ও পরিচর্যা বিষয়ক তিনটি গুরুত্বপূর্ণ টিপস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।
Original Source Link