How to keep Fighter Fish in aquarium: Betta Fish Care Guide (ফাইটার মাছ-এর বেসিক কেয়ার)


বেটা বা ফাইটার মাছের যদিও শক্ত মাছ হিসেবে সুনাম রয়েছে, তারপরও দেখা যায় যে একুয়ারিয়ামে ফাইটার মাছ রাখার পরে সেগুলো কোন না কোন একটা কারণে মারা যাচ্ছে। তাই বেটা মাছের চাহিদা কেমন সেটা বুঝে তাদের জন্য সেটআপ দিতে হবে। বিস্তারিত রয়েছে ভিডিওতে
???? কিছু রেপুটেড লোকাল ফিস স্টোরঃ
বৈজ্ঞানিক নাম: Betta splendens.
অন্যান্য নাম: “Siamese fighting fish” or “labyrinth fish,”
অরিজিনঃ
বেটা মূলত এশিয়ান মাছ। অনেকেই বলে যে থাইল্যান্ডের ধানক্ষেত থেকে এদের উৎপত্তি। কিন্তু এই তথ্যগুলো এখন আর প্রাসঙ্গিক না। কারণ আপনি দোকানে যে বেটা মাছগুলো কিনতে পাবেন তার সবগুলো মূলত ব্রীডিং ফার্ম থেকে এসেছে। এরকম অনেক ফার্ম থাইল্যান্ডের রয়েছে আর আশার কথা হলো বর্তমানেও অনেক সৌখিন বেটা ব্রিডার রয়েছেন।
জীবনকাল:
বেটা মাছ গড়পড়তায় তিন থেকে চার বছর বাঁচে
বর্তমানে জেনেটিক্স বা ব্রীডিং লাইন ঘনঘন পরিবর্তন করার ফলে এরা এক-দেড় বছরের বেশি সাধারণত বাচেনা
ন্যাচারাল হ্যাবিটেট:
অগভীর জলাশয়, নালা কিছুটা কম স্রোতের বয়ে যাওয়া পানিতে থাকে
প্রাকৃতিক পরিবেশে স্বভাব:
এরা হাইলি টেরিটোরিয়াল
নিজ প্রজাতির অন্য আরেকটা মেলকে দেখলে আক্রমণ করার জন্য সাথে সাথে তেড়ে আসবে
এমনকি আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে এরা ফ্লার করতে থাকে
কাজেই একটা পুরুষ বেটা মাছের সাথে কোনভাবেই আরেকটা পুরুষ বেটা মাছ রাখা যাবে না, ভয়ানকভাবে টেরিটোরিয়াল হওয়ায় এরা মারামারি শুরু করে দেবে এবং একজন শেষ হওয়া পর্যন্ত চলতে থাকবে
এমনকি বিল্ডিং এর সময় ছাড়া মহিলা বেটাও এদের সাথে রাখা যাবে না
অনেক বেশি জায়গা নিয়ে থাকতে পছন্দ করে কেননা এরা অন্যান্য কম্পিটিটর প্রতিযোগী আর প্রিডেটর থেকে বেঁচে থাকতে চায়
বেটা নাচ কম অক্সিজেনযুক্ত পানিতে টিকে থাকতে পারে
লেব্রিন্থ অর্গান এর মাধ্যমে এরা লম্বা সময় অক্সিজেন বা দম ধরে রাখতে পারে
খাবার:
বেটার সাধারণত কার্নিভোরাস বা মাংসাশী মাছ
বেটা মাছ খাওয়ার নিয়ে আপনাকে কোনো বাড়তি প্যাড়া দেবে না
প্রাকৃতিক পরিবেশে এরা জলজ পতঙ্গ আর লার্ভা খেয়ে বেঁচে থাকে
কিন্তু ফার্ম এ বড় হওয়া বেটা মাছগুলো লাইভ খাবার সহকারে শুকনো প্যালেট স্বাচ্ছন্দ্যে খায়
ভালো থাকার জন্য এদেরকে আপনার ব্যালেন্স খাবার দেয়া প্রয়োজন পড়বে
অবশ্যই সে ক্ষেত্রে প্রোটিনের মাত্রাটা বেশি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে
কিভাবে খাবার দেবেন?
প্রকৃতিতে বেটা মাছ খাবারের সন্ধানেই লেগে থাকে, একটা খাবার ধরার পরে তাকে লেগে থাকতে হয় পরবর্তী শিকার ধরার জন্য।
কাজেই বেটা মাছকে ঘনঘন খাবার দেয়া যাবে না দিনে দুইবারের বেশি তো কখনই নয়।
অতিরিক্ত খাবার বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বেটা মাছের মৃত্যুর কারণ হয়ে থাকে
বাটা মাছের পেট ভর্তি খাওয়ার থাকলে তার সাঁতার কাটতেও কষ্ট হয়
কমন একটা রুল শেয়ার করিঃ – প্রতিবেলায় মাছকে ততটুকু খাবার দেবেন যতটুকু সে দুই মিনিটের মধ্যে কঞ্জিউম করতে পারে। সেই পরিমাণ টা যেন মাছের শরীরের আকৃতির 5 শতাংশের বেশি না হয়।
তাপমাত্রা :
দুইটা মাছকে যতই হার্ডি বলা হোক না কেন সত্যি কথা বলতে এরা কিন্তু খুব টেম্পারেচার সেনসিটিভ
এদের প্রেফারেবল তাপমাত্রা হলঃ ২৬-২৮°সেন্টিগ্রেড (78-82°F), যেটা ট্রপিক্যাল মাছের গড়পড়তা তাপমাত্রা থেকে একটু বেশি
যেহেতু এরা এশিয়ান অরিজিনাল মাছ কাজেই ঠান্ডা পানি একেবারেই সহ্য করতে পারবেনা হিটার লাগবেই
অ্যাকুয়ারিয়ামের জন্য পরিবেশ:
মিনিমাম রিকোয়ারমেন্ট:
কমপক্ষে 5 গেলেন ট্যাংক লাগবে, এর নিচে হবে না
আমি সাজেস্ট করি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 12 ইঞ্চি করে অর্থাৎ 12 ইঞ্চ কিউব ট্যাংকে কে স্বাচ্ছন্দ্যে সাথে রাখতে পারেন
ব্রিডিং:
ট্যাংকমেট/ ফিশ কম্পাটিবিলিটিঃ
বেটা মাছ অসাধারণ একটা মাছ কিন্তু এটাকে ট্যাংকে একা রাখাই ভালো এভাবেই সে স্বাচ্ছন্দ্যবোধ করে
স্কুলিং ফিশের সাথে রাখলে সেগুলো বেটা মাছের লেজ ঠোকাতে থাকবে, ফলে কয়েক দিনের মধ্যেই আপনার মাছ ন্যাড়া হয়ে যাবে
নিজের স্বজাতির মাছতো রাখার প্রশ্নই আসে না
একান্তভাবে ট্যাংক নেট দিতে চাইলে করিডোরাস ক্যাট ফিশ বা এই ঘরানার কিছু মাছ দেয়া যেতে পারে’
বাজারে প্রচলিত ভুল ধারনাঃ
বেটা মাছ অল্প এবং নোংরা পানিতে বেঁচে থাকতে পারে-
বেটা মাছ খুব হার্ডি মাছ
???? লারনার্স ট্যাংকের ওয়েবসাইট????
???? একুরিয়াম সম্পর্কিত একদম বেসিক বিষয় সম্পর্কে জানতে দেখুন????
???? প্লান্টেড ট্যাঙ্ক নিয়ে আগ্রহ থাকলে দেখতে পারেন????
???? FAQ: সচারচর জানতে চাওয়া প্রশ্ন????
???? যেভাবে জলজ গাছপালা সংগ্রহ করতে পারেনঃ
???? নিচে দেয়া ফেইস-বুকের গ্রুপ গুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন:
????
????
????
????
???? Facebook????
???? Instagram????
???? Twitter????
#freshwatertank #learnerstank #learners_tank #plantedtank #dirtedtank #aquariuminbangla #aquascaping #plantedtank #dirtedtank #natureaquarium #aquascaper #aquaticplants #fishtank #inbangla #fishkeeping #বাংলামাছ
Original Source Link