Small Animal Care Tips
শীতে বাজরিগার পাখির যত্ন | বাজরিগার পাখি পালন | Budgie bird care in winter | Grow Life
শীতে বাজরিগার পাখির যত্ন | বাজরিগার পাখি পালন Budgie bird care in winter| Grow Life
বছরের বাকি সময় পাখি পালার নিয়ম এবং শীতকালে পাখি পালন নিয়মের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। কারণ আপনি যদি এই সময় বাজরিগার পাখিকে অন্য সময়ের মতো স্বাভাবিক খাবার খেতে দেন। অথবা স্বাভাবিক সময় এর মত খোলামেলা জায়গায় রাখেন তবে পাখিগুলো খুব সহজেই অসুস্থ হয়ে যাবে। শীতে আপনার পাখির সীড মিক্স তৈরি থেকে শুরু করে বাসস্থান ও খাঁচা রাখার জায়গা সমস্ত কিছুতে আমূল পরিবর্তন আনতে হবে। নরমাল সময়ে যে খাবারগুলো দেন এর সাথে কিছু এক্সট্রা খাবার মিশিয়ে পাখিকে খাওয়াতে হবে। শীতকালীন এমন কিছু শাক সবজি রয়েছে যেগুলো পাখির জন্য বিষাক্ত তাই এই খাবারগুলো এভোয়েড করতে হবে।
শীতকালে বাজরিগার পাখি পালন নিয়ে পাঁচটি টিপস আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি এর প্রত্যেকটি বাজরিগার পাখির সুস্থতা এবং বাচ্চা উৎপাদনের জন্য অত্যন্ত জরুরী।
Original Source Link