Small Animal Care Tips

খরগোশের বাচ্চা পালন পদ্ধতি || পোষা খরগোশ পালন || Baby rabbit care



খরগোশের বাচ্চা পালন পদ্ধতি || পোষা খরগোশ পালন || Baby rabbit care
খরগোশের বাচ্চা কোথায় রাখবেন।। কিভাবে পালবেন।। মা ও বাচ্চা খরগোশের যত্ন। খরগোশ পালন পদ্ধতিতে খরগোশ বাচ্চা দিলে করনীয় কি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনার খরগোশগুলো যদি বাচ্চা দেয় সে ক্ষেত্রে বাচ্চাগুলোর সঠিক যত্ন ও পরিচর্যা করতে না পারলে খরগোশ গুলো ঠিকভাবে বড় হবে না এবং অসুস্থ হবে। এই কনটেন্টটিতে দেখানো হয়েছে খরগোশ বাচ্চা দেয়ার সময় কি কি নিয়ম মানতে হবে এবং খরগোশ বাচ্চা দিলে সেগুলো কোথায় রাখবেন কিভাবে খরগোশের বাচ্চার যত্ন করবেন। তাছাড়া সুস্থ-সবল বাচ্চা পেতে খরগোশের বাচ্চার যত্ন ও পরিচর্যা কিভাবে করতে হয় তার বিস্তারিত এখানে তুলে ধরা হলো।
আজকের এপিসোরডে আপনি জানবেন খরগোশ বাচ্চা দেওয়ার পর একদিনের বাচ্চা কিভাবে পালন করতে হয়। বাচ্চা হওয়ার পর মা ও বাচ্চা খরগোশ এর যত্ন ও পরিচর্যা কিভাবে করতে হয়। খরগোশের বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে এডাল্ট্র হওয়া পর্যন্ত কিভাবে এদের খাবার দাবার ম্যানটেন করতে হয়। এবং কিভাবে বাচ্চা খরগোশ পালন করলে একটা বাচ্চাও মারা যাবে না ও সবগুলো বাচ্চা সুস্থ সবল থাকবে তার বিস্তারিত।

Original Source Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button