শীতে বিড়ালের যত্ন | Winter Cat Care | How to Keep Cats Warm and Healthy in Winter @apurbopetcare3587
শীতকালে যেভাবে অাপনার অাদুরে বিড়ালের যত্ন নিবেন
উষ্ণ বিছানা
স্বভাবতই বিড়াল ঘুমাতে অনেক পছন্দ করে। আর শীতকালে তাদের ঘুমানোর জন্য চাই একটি নরম ও উষ্ণ বিছানা। আজকাল বিড়ালের জন্য আলাদাভাবে Cat Bed or Cat house কিনতে পাওয়া যায়। ঘরের কোনায় তার জন্য পছন্দের একটি বিছানা তৈরি করে দিন অথবা আপনার সাথে কম্বলের উপর ঘুমাতে দিন। এতে করে সে ঘুমিয়ে আরাম পাবে এবং ঠাণ্ডায় কষ্ট হবে না।বিড়ালের বুক মেঝেতে লাগিয়ে শুতে দেওয়া যাবে না, এতে শ্বাসনালিতে সংক্রমণের ঝুঁকি বাড়ে।উষ্ণতা ধরে রাখতে পারে, এমন কাপড়ের বিছানা করে দিন বিড়ালের জন্য।
বেশি শীতে বিড়ালকে গরম কাপড় পরাতে পারেন।
স্বাস্থ্যকর খাবার
খেয়াল রাখতে হবে বিড়াল ঠিক মত খাওয়া দাওয়া করছে কিনা। বিড়ালকে তার বয়স অনুযায়ী খাওয়া অথবা Cat Food খাওয়াতে হবে যাতে সে সঠিক ক্যালোরি পায়। প্রয়োজনে খাবার বাড়াতে অথবা কমাতে হবে। রেফ্রিজারেটর এর ঠাণ্ডা খাবার গরম করে দিতে হবে, সরাসরি ঠাণ্ডা খাবার দিলে বিড়ালের ঠাণ্ডা লেগে জ্বর হতে পারে। খাবার ঠান্ডা হয়ে গেলে তাতে জীবাণু জন্ম নিতে পারে। খাবার বাসি হয়ে গেলে সেই খাবারে যাতে বিড়াল মুখ না দেয়, সেদিকে লক্ষ রাখুন।তাপমাত্রার তারতম্যের কারণে শীতের সময় বিড়ালের খাদ্যগ্রহণের প্রবণতা বেড়ে যায়। তবে খেয়াল রাখতে হবে, অতিরিক্ত ওজন বিড়ালের জন্য ক্ষতিকর। তাই কয়েক দফায় কম করে খাবার দেওয়া যেতে পারে।
এ সময় ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ান
রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে মাঝেমধ্যে ভিটামিন সি-সমৃদ্ধ খাবার যেমন কমলার রস বা লেবুর রস দিতে পারেন। কখনো কখনো টক দইও দিতে পারেন।
বিশুদ্ধ পানি খেতে দিন
বিড়াল পানি খুব একটা পান করে না। শীতে আরও কম। কিন্তু বিড়ালের শরীরের জন্য পানি আবশ্যক। পানিশূন্যতা বিড়ালের জন্য ক্ষতিকর। বিড়ালের পানিশূন্যতা বুঝতে পারা যায় ছোট্ট একটি পরীক্ষার মাধ্যমে। বিড়ালের দুই কানের মাঝখানের চামড়া সাবধানে টেনে ছেড়ে দিলে যদি তা ২-৩ সেকেন্ডের মধ্যে আগের অবস্থায় ফিরে না যায় (অর্থাৎ মিশে না যায়), তাহলে বোঝা যায় পানিশূন্যতা রয়েছে। পানিশূন্যতা থাকলে খানিকটা পানি পান করতে দিন।
সময়মত টিকা দিবেন
শীতকাল আসার আগেই বিড়ালকে রোগ প্রতিরোধ করার জন্য ভ্যাক্সিন দিতে হবে। এছাড়া জ্বর, কাশি হলে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ অভিজ্ঞ ভেট এর কাছে নিয়ে যেতে হবে।
বিড়ালছানার বয়স ৩ মাস হলেই ভাইরাসের টিকা দিয়ে নিতে হবে। এটা অত্যন্ত জরুরি।
খেলাধুলা করাবেন
শীতকালে সব প্রাণীর মধ্যেই একটু অলসতা দেখা দেয়। বিড়াল এ সময় তুলনামুলকভাবে বেশি ঘুমায়। তাই তার সাথে প্রতিদিন একটু সময় খেলাধুলা করতে হবে এবং খেয়াল রাখতে হবে তার Activity ঠিক আছে কিনা।
গোসল
শীতকালে বিড়ালকে গোসল না করানো ভালো, এতে জ্বর এসে নিউমনিয়া হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। খুব যদি প্রয়োজন মনে হয় তাহলে হালকা গরম পানিতে গোসল করিয়ে, ভালো ভাবে তোয়ালে দিয়ে মুছিয়ে দিতে হবে। প্রয়োজনে Hair Dryer দিয়ে শুকিয়ে উষ্ণস্থানে বা রোদে কিছু সময় রেখে দিতে হবে।প্রতি মাসে একবার করে গোসল করাতে পারেন। খুব বেশি প্রয়োজন হলে মাসে দুবার গোসল করাতে পারেন। বিড়ালের কানে যাতে পানি না ঢোকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
রৌদ্রস্নান
বিড়ালকে রৌদ্রস্নান করতে দিন। ঘরের যে পাশে দিনের বেলা রোদ আসে, সেদিকের পর্দা সরিয়ে উন্মুক্ত করে দিন যাতে করে ঘরের ভেতর রোদ আসতে পারে। বিড়াল রোদের আলোর উষ্ণতা খুব পছন্দ করে।
হিটার থেকে সাবধানে রাখুন
বিড়াল হিটারের কাছাকাছি থাকতে পছন্দ করতে পারে। দেখা যায় তারা হিটারের পাশেই ঘুমিয়ে পড়ে। তাই হিটার থেকে যেন কোন দুর্ঘটনা না ঘটে এই ব্যাপারটি নিশ্চিত করুন।
কোনো বিড়াল অসুস্থ হয়ে পড়লে তাকে অবশ্যই সুস্থ বিড়াল থেকে আলাদা রাখুন এবং যত দ্রুত সম্ভব ভেট এর শরণাপন্ন হোন।
আপনার আদুরে পোষাপ্রানীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে অামরা অাছি অাপনার পাশে।
ধন্যবাদ।
যেকোনো প্রয়োজনে,
Mobile No. 01717921407
Facebook page link
Facebook group link