Cat Care Tips
How to Potty train Persian Kittens | Persian Cat Care Bangla | বিড়ালকে পটি ট্রেইন করানোর নিয়ম
Persian Cat Care part 2 | Potty train Persian Kittens | বিড়ালকে পটি ট্রেইন করানোর নিয়ম
প্রথম মাস দিতে পারেন যে কোনও শিশুখাদ্য। দেড় মাস বয়স হলে ভাত আর মাছ সেদ্ধ করে দিন। সেটা মিক্সিতে আরও মেখে দিতে পারেন। তবে এখন বাজারে নানা প্যাকেটজাত খাবার পাওয়া যায়। পেস্ট আর শুকনো-এই দু’রকম খাবারই বিড়ালকে দিতে পারেন। দিনে তিন-চারবার খেতে দিতে হবে।
Original Source Link